ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যানকে দুদকে জিজ্ঞাসাবাদ [ভিডিও]  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিদেশে অর্থ পাচারের অভিযোগে পানামা পেপারসে নাম আসায় ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।    

একই অভিযোগে ওই গ্রুপের তিন পরিচালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিদেশে সম্পদ পাচারের অভিযোগে পানামা পেপারস ২০১৬ সালে যে তালিকা প্রকাশ করে, তার মধ্যে ইউনাইটেড গ্রুপ রয়েছে।   

এ ঘটনায় গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও তিন পরিচালককে তলব করে দুদক। তারা হলেন- খন্দকার মইনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদ।   

সোমবার সকাল নয়টা থেকে দুদক কর্মকর্তারা তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।

পরে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা দাবি করেন- পানামা পেপারসে তার নাম নেই।

তবে দুদক বলছে, অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সবাইকে ডাকা হয়েছে।

দুদকের সচিব ড. মো:শামসুল আরেফিন জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

ভিডিও: 

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি